TwitterFacebook

যুদ্ধাপরাধীর বিচারের মামলাসমূহের সাম্প্রতিক অবস্থা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের মামলাসমূহের অগ্রগতি সম্পর্কে বিভিন্ন সময়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। মিডিয়া মামলাগুলো সম্পর্কে যথাসময়ে আপডেট জানাতে সমর্থ হয় নি। মোটাদাগে বলা যায়, শুধুমাত্র কোনো বিচারের রায়ের সময়েই মিডিয়া সরব হয়েছে। এর ফলে অনেক সময়ই বিচার নিয়ে অজানা সংশয় সৃষ্টি হয়, যুদ্ধাপরাধীর বিচারে প্রসিকিউশন, ট্রাইবুনাল ও সরকারের সদিচ্ছা নিয়েও জনমনে সন্দেহ দানা বাঁধে। এ লেখায় ট্রাইবুনালের মামলাসমূহের সাম্প্রতিক অবস্থা সম্পর্কে খুব সংক্ষেপে ধারণা দেয়া হবে।

১। যুদ্ধাপরাধী বাচ্চু রাজাকার: মৃত্যুদণ্ডের রায়, বর্তমানে পাকিস্তানে পলাতক।

২। যুদ্ধাপরাধী কাদের মোল্লা: মৃত্যুদণ্ড কার্যকর।

৩। যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদি: আমৃত্যু কারাদণ্ড ভোগ করছে।

৪। যুদ্ধাপরাধী গোলাম আযম: ৯০ বছরের কারাদণ্ড ভোগ করা অবস্থায় মৃত।

৫। যুদ্ধাপরাধী আব্দুল আলীম: আমৃত্যু কারাদণ্ড ভোগকালে মৃত।

৬। যুদ্ধাপরাধী আশরাফুজ্জামান: মৃত্যুদণ্ডের রায়, যুক্তরাষ্ট্রে পলাতক।

৭। যুদ্ধাপরাধী চৌধুরি মুঈনউদ্দিন: মৃত্যুদণ্ডের রায়, যুক্তরাজ্যে পলাতক।

৮। যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরি: মৃত্যুদণ্ডের রায়, আপীলাধীন।

৯। যুদ্ধাপরাধী কামারুজ্জামান: মৃত্যুদণ্ডের রায়, কার্যকরের অপেক্ষায়।

১০। যুদ্ধাপরাধী মীর কাসেম: মৃত্যুদণ্ডের রায়, আপীল বাকি।

১১। যুদ্ধাপরাধী আলী আহসান মুহাম্মাদ মুজাহিদ: মৃত্যুদণ্ডের রায়, আপীলাধীন।

১২। যুদ্ধাপরাধী মতিউর রহমান নিযামী: মৃত্যুদণ্ড, আপীলের অপেক্ষায়।

১৩। রাজাকার ইউসুফ: বিচার চলাকালে মৃত।

১৪। রাজাকার জাহিদ হোসেন খোকন: রায় প্রস্তুত, ঘোষণার অপেক্ষায়।

১৫। মোবারক হোসেন: বিচার কার্যক্রম সমাপ্ত, রায় ঘোষণার অপেক্ষায়।

১৬। সৈয়দ মোহাম্মদ কায়সার: বিচার কার্যক্রম সমাপ্ত, রায় ঘোষণার অপেক্ষায়।

১৭। এটিএম আজহারুল ইসলাম: বিচার কার্যক্রম সমাপ্ত, রায় ঘোষণার অপেক্ষায়।

১৮। আবদুস সুবহান: বিচার চলমান, শেষ পর্যায়ে।

১৯। ইঞ্জিনিয়ার জব্বার: বিচার চলমান।

২০। সিরাজ মাস্টার: বিচার শুরু হতে যাচ্ছে।

২১। আবদুল লতিফ: বিচার শুরু হতে যাচ্ছে।

২২। আকরাম হোসেন: বিচার শুরু হতে যাচ্ছে।

২৩। সৈয়দ মোহাম্মদ হাসান আলী: বিচার শুরু হতে যাচ্ছে, অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে।

২৪। আতাউর রহমান ননী: তদন্তের চুড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

২৫। ওবায়দুল হক তাহের: তদন্তের চুড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

২৬। মাহিদুর রহমান: আনুষ্ঠানিক অভিযোগ গঠন চলমান।

২৭। আফসার হোসেন: আনুষ্ঠানিক অভিযোগ গঠন চলমান।

২৮। ফোরকান মল্লিক: আনুষ্ঠানিক অভিযোগ গঠন চলমান।

এছাড়া ট্রাইবুনালের আইনে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যোগ হচ্ছে। তাহলো, যুদ্ধাপরাধী হিসেবে ব্যক্তির পাশাপাশি দলেরও বিচারের ব্যবস্থা রাখা। কয়েকটি রায়ের পর্যবেক্ষণে জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দলের ভূমিকা কিছুটা হলেও উঠে এসেছে। এখন ট্রাইবুনালের আইনকে সময়োপযোগী করা হচ্ছে, যাতে দলেরও বিচার করা যায়। উল্লেখ্য, স্বাধীনতার পর ১৯৭২ সালে প্রণীত সংবিধান অনুসারে জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো বাংলাদেশে নিষিদ্ধ ছিলো।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে এখন পর্যন্ত মানবতাবিরোধী অপরাধের মামলা হয়েছে ৫৮৪টি, অভিযুক্ত হয়েছে ৩২৩০ জন। বর্তমানে ১৮ মামলায় ২৭ জনের বিরুদ্ধে তদন্ত চলছে।

সূত্র: বাংলানিউজ২৪, ৫ই নভেম্বর, ২০১৪।

পোস্ট কিংবা মন্তব্যে প্রকাশিত বক্তব্য কোন অবস্থাতেই আইসিএসএফ এর নিজস্ব মতামতের বা অবস্থানের পরিচায়ক নয়। বক্তব্যের দায়ভার লেখক এবং মন্তব্যকারীর নিজের। শুধুমাত্র আইসিএসএফ নামের আওতায় প্রকাশিত বক্তব্যই ব্লগের সামষ্টিক অবস্থানকে নির্দেশ করবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comments

comments

Archive I: Media Archive

Archives news reports, opinions, editorials published in different media outlets from around the world on 1971, International Crimes Tribunal and the justice process.

Archive II: ICT Documentation

For the sake of ICT’s legacy this documentation project archives, and preserves proceeding-documents, e.g., judgments, orders, petitions, timelines.

Archive III: E-Library

Brings at fingertips academic materials in the areas of law, politics, and history to facilitate serious research on 1971, Bangladesh, ICT and international justice.

Archive IV: Memories

This archive records from memory the nine-month history of 1971 as experienced and perceived by individuals from all walks of life.