নিজামী, মুজাহিদ, সাঈদী মুক্তির দাবীতে মালয়েশিয়ায় মিলাদ ও মোনাজাত
Date : Tuesday, 6 December 2011
Author : কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া থেকে
Published at (city) : Dhaka
Country concerned : Bangladesh
Regarding Justice process : ICT-BD Trials
Keywords : নিজামী, মালয়েশিয় বাংলাদেশী, মুজাহিদ, সাঈদী
Language : Bengali
Entry Type : News, Uncategorized
Source : http://www.amadershomoy1.com/content/2011/12/06/middle0567.php
Content :
প্রবাসী মালয়েশিয় বাংলাদেশীদের উদ্যেগে গত ৪ ডিসেম্বর মসজিদ ইন্ডিয়া, কেএল সেন্টারে ১০ মহরম পবিত্র আশুরা উপলক্ষে এক মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন মোঃ হোসেন আলী। হাফেজ আবু সায়্যিদের কোরআন তিলায়াতের মাধ্যমে অনুষ্ঠান শুভ সূচনা হয়। বক্তব্যরা ইসলামের আলোকে ইমাম হাসান-হোসেনের জীবন ও কর্মকান্ড নিয়ে আলোচনা করেন। তারা বলেন বাংলাদেশ একটি মুসলিম দেশ হয়েও ইহুদীদের ইশারায় দেশ পরিচালিত হচ্ছে। বর্তমান সরকার তাদের দোশর। সরকার আলেম ওলামাদের গ্রেফতার করে দেশে ইহুদি ও নাশারাদের রাষ্ট বানাতে চাচ্ছে। যারা দিনের দাওয়াত দিচ্ছে তারা আজ জেল হাজতে। বক্তরা সরকারের প্রতি নিজামী, , মুজাহিদ, সাঈদী সহ হাজার হাজার আলেম ও ওলামাদের মুক্তি দাবী করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মোঃ ইউসুফ, মোঃ সাইফুল ইসলাম জুয়েল সার্বিক সহযোগিতা করেন আবদুর রহিম মোঃ আজিম ও দেলোয়ার হোসেন। আয়োজনে মোঃ সাঈদি। সর্বশেষে প্রবাসীদের মাঝে তবারক বিতরন করা হয়।
Uploaded By : M Sanjeeb Hossain
This item has been recorded here as part of ICSF's Media Archive Project which is a crowd sourced initiative run by volunteers, a not for profit undertaking to facilitate education and research. The objective of this project is to archive media items generated by different media outlets from around the world - specifically on 1971, and the justice process at the International Crimes Tribunal of Bangladesh. This archive also records items that contain information on commission, investigation and prosecution of international crimes around the world generally. Individuals or parties interested to use content recorded in this archive for purposes that may involve commercial gain or profit are strongly advised to directly contact the platform or institution where the content is originally sourced.
Facebook Comments