TwitterFacebookPinterest

CALL TO ALL CONCERNED: Citizens’ silent assembly at the concluding day of the Global Summit

This is a A CALL TO ALL CONCERNED. You are aware that the three-day “Global Summit to End Sexual Violence in Conflict 2014” is presently on-going in London. On the concluding day of the summit, i.e. 12 June 2014, we from ICSF (International Crimes Strategy Forum) and Komola Collective have jointly arranged a citizens’ gathering at the venue of the summit for a peaceful and silent assembly to express our position on the Global Summit.

ESSENTIAL DOCUMENTS/BACKGROUND
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
ICSF briefing: PDF version; web version
ICSF Statement: link
Support in Bangladesh media: link, link2
Summit related posters on Birangona issue for download: link

Before knowing more about the time and place related information of this assembly, please read the following principles carefully and follow the mentioned requirements strictly. Encourage others to follow them as well.

THE NATURE OF THIS ASSEMBLY
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Our assembly is not a protest event per se. It’s ethos is purely and simply a silent gathering of citizens. Therefore, it is imperative that our assembly is conducted in a peaceful, silent, organized and constructive manner. There will be no slogans, no throwing about of hands and feet, and most importantly, no causing or initiation of any sort of disturbance at the Global Summit. The inherent strength of this assembly is the fact that it is the expression of silence in a peaceful and organized manner. This is important because we are offering our full support to this global summit. We support the summit because there is an on-going global effort to prevent the commission of sexual violence against women during conflicts. It is, therefore, our responsibility to ensure that our assembly does not cause any disorder or lead to any situations which may tarnish the honor of the Bangladesh State. We expect your presence beside us only if you agree with the nature of our assembly.

THE GOAL AND THE STATEMENT OF THE ASSEMBLY
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
The goal and statement of our assembly is based on three pillars:

(1) Accord moral support to the global summit:
On principle, we accord our moral support to the main goals of the global summit. We express solidarity with programs and discussions taking place over the three days of the summit. As a nation state we had to pay the highest price during our birth in 1971. 200,000 Bengali women and girls were subjected to sexual violence in the struggle for freedom and independence. Can there really be any other people who can truly relate to the meaning and importance of this summit?

(2) Offering unconditional support to the “Birangonas” and remembering their sacrifices:
Our assembly is taking place to remember and extend our unconditional support as a nation to the 200,000 Birangona women and girls who were subjected to sexual violence at the hands of the Pakistan Army and their local collaborators, i.e. Razakars, Al Badr and Al Shams. We are assembling to pass on their stories of sacrifice to and demand justice before the whole world.

(3) Protest the failure to ensure the adequate presentation of Birangonas at the global summit:
What our Birangona women were subjected was the employing of sexual violence as a weapon of war. The lives the Birangonas have led for the past four decades is blatant example of the culture of impunity. Both these issues form the essence of the global summit in London. Nevertheless, no scope was kept to even mention the Bangladesh experience in the panel discussions and fringe events of the summit that are open to the public. We are assembling in protest of this.

If you are in agreement with the three above-mentioned goals and statements, then we expect to find you in our assembly, irrespective of who you are or what country you represent.

DETAILS OF THE ASSEMBLY:
▬▬▬▬▬▬▬
Date: 12 June 2014
Time: 4:00 pm to 5:30 pm
Venue: Global Summit to End Sexual Violence in Conflict, ExCel London
How to reach the venue? – Postcode: E16 1 DR or board the DLR taking you to Custom House or Prince Regent station.

If you are in agreement with the above-mentioned message please register on the facebook event page of this assembly and spread the word:
https://www.facebook.com/events/716804171715576/

——[Bengali Translation]——

সবার প্রতি আহ্বান: লন্ডনের বৈশ্বিক সম্মেলন ২০১৪ এর সমাপনী দিনে আয়োজিত সমাবেশ
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
আপনারা জানেন লন্ডনে বতর্মানে তিন দিনব্যাপী “যুদ্ধকালে নারীর প্রতি যৌন সহিংসতা নিঃশেষে বৈশ্বিক সম্মেলন” অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনের সমাপনী দিন, ১২ জুন ২০১৪, সমাপনী ক্ষণে আমরা সবাই সম্মেলনস্থলে একত্রিত হচ্ছি এক শান্তিপূর্ণ এবং নিরব সমাবেশে। “আইসিএসএফ” এবং “কমলা কালেক্টিভ” এর পক্ষ থেকে এই সমাবেশের আহ্বান জানানো হচ্ছে।

সমাবেশের দিনক্ষণ জানবার আগে দয়া করে নিচের কথাগুলো মন দিয়ে পড়ুন এবং তা কঠোরভাবে মেনে চলুন। নিজে মানুন এবং অন্যকেও মানাতে সহযোগিতা করুন।

এই সমাবেশের ধরণ ও প্রকৃতি
▬▬▬▬▬▬▬▬▬▬
আমাদের এই সমাবেশ কোন বিক্ষোভ সমাবেশ নয়। সমাবেশটির মূল কথাই হল এটি নাগরিকদের একটি “নিরব জমায়েত”। অর্থাৎ, এই সমাবেশটি হতে হবে শান্তিপূর্ণ, নিরব, সুশৃঙ্খল এবং গঠনমূলক। এখানে কোন শ্লোগান দেয়া হবে না, হাত পা ছোঁড়া হবে না, বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। এই জমায়েতের নৈতিক শক্তির মূলই হল আমাদের শান্তিপূর্ণভাবে সংঘবদ্ধ মৌণতা। এটা অত্যন্ত জরুরী। কারণ, এই বৈশ্বিক সম্মেলনের কার্যক্রমের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। সমর্থনের কারণ হল এখানে পৃথিবীর দেশে দেশে যেখানেই নারীরা যুদ্ধকালে যৌন সহিংসতার শিকার হয়েছেন তার প্রতিকারের চেষ্টা চলছে। সুতরাং, আমাদের সমাবেশ যাতে এই সম্মেলনের কার্যক্রমের পথে কোন ধরণের গোলযোগের সৃষ্টি না করে, কিংবা জাতি হিসেবে আমাদের যেন কোন মর্যাদাহানিকর পরিস্থিতির সম্মূখীন না হতে হয় – সেটি বিবেচনায় রাখাও আমাদের প্রত্যেকের দায়িত্ব। আপনি যদি এই সমাবেশের নির্ধারিত ধরণ ও প্রকৃতির সাথে একমত হন, শুধুমাত্র তাহলেই আমরা আপনাকে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে পাশে পাবো বলে আশা করি।

আমাদের এই সমাবেশের উদ্দেশ্য এবং বক্তব্য
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
আমাদের এই সমাবেশের উদ্দেশ্য এবং বক্তব্য অত্যন্ত স্পষ্টভাবে তিনটি:

(১) বৈশ্বিক এই সম্মেলনের সাথে নৈতিক সংহতি:
আমরা নীতিগতভাবে এই বৈশ্বিক সম্মেলনের মূল উদ্দেশ্যের সাথে সংহতি প্রকাশ করছি। সেখানে তিন দিন ব্যাপী যে অনুষ্ঠান এবং আলোচনা হচ্ছে হয়েছে, তার প্রতি আমাদের সম্পূর্ণ সমর্থন রয়েছে। জাতিরাষ্ট্র হিসেবে আমাদের জন্মলগ্ন ১৯৭১ এ আমাদের সর্বোচ্চ মূল্য দিতে হয়েছে। ২ লক্ষ বাঙালী নারী ও কন্যাশিশু যৌন সহিংসতার শিকার হয়েছেন আমাদের স্বাধীনতার মূল্য দিতে। সুতরাং, এই সম্মেলনের মর্ম এবং গুরুত্ব আমাদের চেয়ে কে বা বেশী অনুধাবন করে?

(২) বীরাঙ্গনা নারীদের প্রতি অকুন্ঠ সমর্থন এবং তাদের আত্মত্যাগের স্মরণ:
যে ২ লক্ষ বীরাঙ্গনা নারী ও কন্যাশিশু আমাদের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের দোসর রাজাকার, আল-বদর, আল-শামস এর হাতে যৌণ সহিংসতার শিকার হয়েছেন – আমাদের এই সমাবেশ তাদের সেই আত্মত্যাগের স্মরণে এবং তাদের প্রতি জাতি হিসেবে আমাদের অকুন্ঠ সমর্থনে। বিশ্বের দরবারে তাদের ত্যাগ এবং বিচারের দাবীর বার্তাটুকু পৌঁছে দেয়ার জন্যও আমরা এই সমাবেশে একত্রিত হচ্ছি।

(৩) বৈশ্বিক এই সম্মেলনে বীরাঙ্গনা নারীদের যথার্থ উপস্থাপনে ব্যার্থতার প্রতিবাদ:
আমাদের বীরাঙ্গনা নারীদের প্রতি যা ঘটেছে তা ছিল যুদ্ধকৌশল হিসেবে নারীর প্রতি যৌন সহিংসতা। আমাদের বীরাঙ্গনা নারীরা যে জীবন যাপন করছেন, করেছেন, গত চার দশক ধরে তা হল বিচারহীনতার সংস্কৃতির উদাহরণ। এবং এই দু’টো বিষয়ই হল লন্ডনের এই বৈশ্বিক সম্মেলনের প্রধান প্রতিপাদ্য। অথচ, সম্মেলনের তিন দিনের অগুণতি আলোচনা এবং অনুষ্ঠানমালায় তাদের কথাটুকু সাধারণ জনগণের কাতারে বলবার মতো কোন সুযোগ রাখা হয়নি। দেয়া হয়নি। আমরা তার প্রতিবাদ করতেই এই সমাবেশে জমায়েত হচ্ছি।

আপনি যদি উপরে উল্লেখ করা এই তিনটি সুনির্দিষ্ট উদ্দেশ্য এবং বক্তব্যের সাথে সম্পূর্ণভাবে একমত হন, তাহলে আপনি পৃথিবীর যে দেশের নাগরিকই হোন না কেন, আগামীকালকে আমাদের এই “নীরব জমায়েতে” আমরা আপনাকে পাশে পাবো বলে আশা করি।

সমাবেশের বিস্তারিত:
▬▬▬▬▬▬▬
তারিখ: ১২ জুন ২০১৪
সময়: বিকেল ৪:০০ থেকে ৫:৩০
স্থান: সম্মেলনস্থল ExCel London
কিভাবে পৌঁছাবেন? : পোস্টকোড: E16 1 DR কিংবা DLR এ Custom House অথবা Prince Regent স্টেশনের মাধ্যমে.

উপরের বক্তব্যের সাথে একমত হলে এই সমাবেশের জন্য নির্দিষ্ট ফেসবুক ইভেন্ট পেইজটিতে নিজেকে যুক্ত করুন এবং ইভেন্টটির আহ্বান ছড়িয়ে দিন:
https://www.facebook.com/events/716804171715576/

3 comments

  1. Pingback: ICSF’s CALL FOR ACTION @ London Global Summit on Sexual Violence in Conflict » International Crimes Strategy Forum

  2. Syed Mozammel Ali Reply

    You have all my support.

  3. Pingback: PRESS PACKAGE: Key facts surrounding “SILENT GATHERING” Event Staged at the Global Summit » International Crimes Strategy Forum

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Archive I: Media Archive

Archives news reports, opinions, editorials published in different media outlets from around the world on 1971, International Crimes Tribunal and the justice process.

Archive II: ICT Documentation

For the sake of ICT’s legacy this documentation project archives, and preserves proceeding-documents, e.g., judgments, orders, petitions, timelines.

Archive IV: Memories

This archive records from memory the nine-month history of 1971 as experienced and perceived by individuals from all walks of life.