‘Operation Clean Heart’ was an infamous three month long military operation initiated by the BNP-Jamaat led government in 2002 wikipedia reference. The people of Bangladesh witnessed with horror as at least 60 people were extrajudicially executed during the operation. Although the authorities claimed that many of those deaths were caused due to ‘heart attack’, a law was passed in February 2003 providing indemnity to those members of the armed forces who had taken part in the operation. International Crimes Strategy Forum (ICSF) takes a moment today to celebrate the scrapping of such a black law by the High Court Division of the Supreme Court of Bangladesh. This is without doubt a tremendously bold step forward in the fight to end impunity and strengthening the rule of law in Bangladesh.
 
বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতা গ্রহণের পর ২০০২ সালের ১৬ অক্টোবর থেকে ২০০৩ সালের ৯ জানুয়ারি পর্যন্ত ‘অপারেশন ক্লিন হার্ট’ নামে যৌথ বাহিনী একটি অভিযান চালায় যা চলাকালীন সময়ে অন্তত ৬০জন মানুষ বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন। পরবর্তী বছরে ওই অভিযানের কার্যক্রমকে দায়মুক্তি দিয়ে সরকার ‘যৌথ অভিযান দায়মুক্তি আইন, ২০০৩’ পাশ করে। আজ ১৩/০৯/২০১৫ তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগ ‘অপারেশন ক্লিন হার্ট’ নামে পরিচালিত অভিযানকে দায়মুক্তি দেয়া সেই কালো আইনকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করেছে। আইসিএসএফ মনে করে – বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে এই রায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে এবং তা বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে আরো সুসংহত করবে।

News link:
http://www.dhakatribune.com/2015/sep/13/hc-operation-clean-heart-indemnity-law-illegal

you might also like