TwitterFacebookPinterest

To the Artist and Freedom Fighter Shahabuddin Ahmed: Congratulations!

International Crimes Strategy Forum (ICSF) considers it a privilege to be able to congratulate artist Shahabuddin Ahmed on being awarded the highest national honour of France, for his lifelong contribution to art. An expatriate in France for four decades, Shahabuddin Ahmed has been honoured with the title of Knight in the Order of the Arts and Literature by the French government.

Shahabuddin Ahmed is renowned in both Bangladesh and abroad having gained international recognition for his paintings on Bangladesh’s liberation war of 1971. His work has been inspired by his personal experience as a freedom fighter. Few artists could capture Bangladesh’s undying desire for freedom like he did. We believe that this well deserved Honour of artist and freedom fighter Shahabuddin Ahmed will help bring forward the stories of Bangladesh’s supreme sacrifice during the nine-months long liberation war, and of the justice process set up to bring the perpetrators responsible for war crimes, crimes against humanity and genocide.

Congratulations, Artist Shahabuddin Ahmed.

[Bengali version]

শাহাবুদ্দিন আহমেদ বাংলাদেশের প্রতিনিধিস্থানীয় একজন শিল্পী — কেবল স্বদেশে নয়, আন্তর্জাতিক শিল্পকলার অঙ্গনেও। তিনি খ্যাতি অর্জন করেছেন মূলত তাঁর মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ অভিজ্ঞতাসঞ্জাত চিত্রমালার জন্য। এই শিল্পীর চিত্রপটে তুলির ক্ষিপ্র আঁচড়ে মূর্ত হয়ে উঠেছে অপরাজেয় মুক্তিযোদ্ধাদের বলিষ্ঠ পদক্ষেপ। স্বাধীনতার আকাঙ্ক্ষা ও গৌরবকে এবং সেইসঙ্গে মানুষের অপরাহত অগ্রযাত্রাকে খুব কম শিল্পীই তাঁর মতো দক্ষতায় নিজস্ব চিত্রভাষায় তুলে ধরতে পেরেছেন। দীর্ঘদিন ফ্রান্স-প্রবাসী শিল্পী শাহাবুদ্দিন তাঁর শিল্পপ্রতিভার স্বীকৃতি হিসেবে সম্প্রতি সে-দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘নাইট ইন দ্য অর্ডার অব দ্য আর্টস অ্যান্ড লিটরেচার’-এ ভূষিত হয়েছেন। ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্র্যাটেজি ফোরাম (আই.সি.এস.এফ.)-এর পক্ষ থেকে আমরা তাঁকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি।

আমরা মনে করি, মুক্তিযোদ্ধা শিল্পী শাহাবুদ্দিনের এই অর্জন একাত্তরে বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণের আত্মত্যাগকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরো একবার যথাযোগ্য মর্যাদায় তুলে ধরবে। আমরা এও প্রত্যাশা করি, তাঁর এই অর্জন – দীর্ঘ নয় মাস জুড়ে বাংলার মাটিতে সংঘটিত আন্তর্জাতিক অপরাধের বিচারের জন্য প্রতিষ্ঠিত ট্রাইব্যুনালের পক্ষে বিশ্ববাসীর সমর্থনের পথ উম্মোচন করবে।

জয়তু শিল্পী শাহাবুদ্দিন আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Archive I: Media Archive

Archives news reports, opinions, editorials published in different media outlets from around the world on 1971, International Crimes Tribunal and the justice process.

Archive II: ICT Documentation

For the sake of ICT’s legacy this documentation project archives, and preserves proceeding-documents, e.g., judgments, orders, petitions, timelines.

Archive IV: Memories

This archive records from memory the nine-month history of 1971 as experienced and perceived by individuals from all walks of life.