একটা পাথর সময়ে বাস করছি আমরা। এটা এক দিকে যেমন নতুন প্রজন্মের জেগে ওঠার, গর্জে ওঠার সময়, তেমনি একইভাবে ইতিহাস বিকৃতি আর বিভিন্ন মহলের ষড়যন্ত্রগুলোরও দানা বেঁধে ওঠার সময়। সত্য মিথ্যার সীমারেখাগুলো মুছে দিতে চাচ্ছে কিছু গোষ্ঠী – কখনো ধর্মের নামে, কখনো বুদ্ধিবৃত্তিক চর্চার ছদ্মবেশে, আবার কখনোবা এমনকি সমাজ বদলের নাম করেও। মূলধারার প্রচলিত গণমাধ্যমগুলো আমাদের প্রজন্মের কথা বলা বন্ধ করে দিয়েছে বহু আগেই। তাতে প্রজন্মের কন্ঠ রোধ হয়নি, তার প্রত্যয়কেও দমানো সম্ভব হয়নি। আইসিএসএফ (International Crimes Strategy Forum) এর এই উদ্যোগ প্রজন্মের সেই শ্বাস্বত সত্যান্বেষণের প্রচেষ্টাকে কন্ঠস্বর দেয়ার একটি ক্ষুদ্র প্রচেষ্টা।
আইসিএসএফ এর এই “প্রজন্ম সংলাপ”-এ আমরা তুলে আনবো ১৯৭১ এর কথা, চলমান বিভিন্ন ঘটনাবলীর কথা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের ঐতিহাসিক সংগ্রামের কথা, যুদ্ধাপরাধ এবং যুদ্ধাপরাধীদের কথা, দেশ আর বহির্বিশ্বের কথা, ত্যাগের কথা, ষড়যন্ত্রের কথা, আর সে সব রুখে দেয়া তরুণ প্রজন্মের বিভিন্ন উদ্যোগের কথা। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা স্বেচ্ছাসেবক, একটিভিস্ট, গবেষক, সংগঠকদের কাছ থেকে আমরা সেই কথাগুলোই সবাই মিলে শুনবো, যে কথাগুলো নানান সমীকরণ আর দলাদলিতে আমাদের আর শোনা হয়ে ওঠে না। সবাই সবার প্রতিটি বক্তব্যের সাথে একমত হবেন, তা নিশ্চয়ই না। কিন্তু আলোচনার পরিসরটাতো থাকা চাই। সে উদ্দেশ্যকে সামনে রেখে আইসিএসএফ এর সকল স্বেচ্ছাসেবক এবং শুভানুধ্যায়ীর পক্ষ থেকে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি সাথে থাকার।
“প্রজন্ম সংলাপ” শুনুন। এর কথা ছড়িয়ে দিন।