প্রিয় সাংবাদিক বন্ধুরা,
আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদের সদয় উপস্থিতির জন্য আপনাদের কাছে আইসিএসএফ এর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথে সাথে অন্যান্য বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানাই কষ্ট স্বীকার করে এখানে হাজির হওয়ার জন্য।
আপনারা জানেন, আইসিএসএফ তার জন্মলগ্ন থেকেই পৃথিবীর বিভিন্ন দেশে দেশে ছড়িয়ে থাকা একটিভিস্ট, বিশেষজ্ঞ, ছাত্র, সাংবাদিক, আইনজীবী এবং নানা পেশার মানুষদের যুক্ত করে বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে ক্যাম্পেইন করে যাচ্ছে দেশে এবং বিদেশে। ১৯৭১ সালে সংগঠিত গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে যে ভয়াবহ অপরাধগুলো সংগঠিত হয়েছিল সেই অপরাধগুলোর বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার সাথে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার একটি যোগসূত্র আছে।আমাদের ওয়েব সাইটে http://icsforum.org/ এই সংক্রান্ত বিস্তারিত তথ্যাবলী সন্নিবেশিত আছে। আমাদের এই সাইটটি আপনাদের ভিজিট করার অনুরোধ জানাই।
সাংবাদিক বন্ধুরা,
আপনারা নিশ্চয়ই জানেন আজ থেকে এক বছর আগে (২৯ নভেম্বর ২০১৩) আমরা ব্যারিস্টার নোরা শরীফকে হারিয়েছি যিনি আইসিএসেফের একজন সক্রিয় সদস্য ছিলেন। বাংলাদেশের মুক্তিসংগ্রামের দিনগুলো থেকে শুরু করে বিগত চার দশকেরও বেশি সময় ধরে আইনের শাসন, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের পাশাপাশি ’৭১ সালে আমাদের দেশে ঘটে যাওয়া মানবতার বিরুদ্ধে সংঘটিত ভয়াবহ অপরাধগুলোর বিচারের জন্য নিজের জীবনের গুরুত্বপূর্ন সময়গুলো ব্যয় করেছিলেন। আমাদের দেশে ’৭১ সালে ঘটে যাওয়া অপরাধগুলোর বিচারের জন্য অপেক্ষা করতে হয়েছে কয়েক দশক। বিচারহীনতার এই জঘন্য সংস্কৃতির বিরুদ্ধে নোরা শরীফ ছিলেন আমাদের কাছে একজন সত্যিকার অর্থেই আলোকবর্তিকা। আজকে আমরা তার সেই একনিষ্ঠ সংগ্রাম, চরিত্রের বলিষ্ঠতা, আন্দোলনে তার দ্বিধাহীনতা এবং সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানাই। বাংলাদেশের বর্তমান সরকার “বাংলাদেশের বন্ধু” হিসেবে রাস্ট্রীয় স্বীকৃতি দিয়ে তাঁকে সত্যিকারেরই একটি মর্যাদার আসনে আসীন করেছেন বলে আমরা মনে করি।
প্রিয় বন্ধুরা,
আপনারা জানেন, এই বছর ৯ ফেব্রুয়ারী ওয়েষ্ট মিনিস্টার সেণ্ট্রাল ব্যাপটিস্ট হলে নোরা শরীফ স্মরণে একটি শোক সভা অনুষ্টিত হয়েছিল। সেখানে আইসিএসএফের পক্ষ থেকে নোরা শরীফের আজীবন সংগ্রামের এই স্মৃতিগুলো এবং তার মাধ্যমে ১৯৭১ সালে আমাদের দেশে ঘটে যাওয়া মানবিক বিপর্যয়ের ঘটনাবলীসমূহ এখনকার সাধারণ মানুষ এবং একটিভিস্টদের মনে চির জাগরুক করে রাখার উদ্দেশ্যে “এন্যুয়াল নোরা শরীফ মেমোরিয়াল লেকচার অন জাস্টিস এন্ড হিউম্যান রাইটস” নামে একটি এন্যুয়াল লেকচার চালু করার জন্য প্রস্তাব করা হয় (এখানে দেখুনঃ http://icsforum.org/a-tribute-to-nora-shariff/)। তারই ধারাবাহিকতায় এবং নোরা শরীফের পরিবারের আগ্রহ এবং অমূল্য সহযোগীতায় আজকের এই লেকচার আয়োজন সম্ভব হতে পারছে।
প্রিয় বন্ধুরা,
এন্যুয়াল মেমোরিয়াল লেকচারের এইবারের থীম নির্ধারন করা হয়েছে, “ডিমক্র্যাসী থ্রো জাস্টিসঃ এনডিং ইমপিউনিটি ইন বাংলাদেশ ফর ইন্ট্যারন্যাশনাল ক্রাইমস।” ডঃ গওহর রিজভী, যিনি একজন প্রখ্যাত রাষ্ট্র বিজ্ঞানী এবং যিনি মাননীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, তিনি এবারের লেকচার প্রদান করবেন। মেমোরিয়াল লেকচারের দিনক্ষণ নিয়ে এই পেপারের সাথে একটা সংযুক্তি দেয়া হয়েছে। আপনারা দয়া করে দেখে নেবেন।
সাংবাদিক বন্ধুরা,
আমরা আইসিএসএফের পক্ষ থেকে আপনাদের সবার সহযোগিতা চাই যাতে করে আমরা সবাই মিলে এই ধরনের উদ্যোগে নিজেরা সবাই অংশ নিতে পারি এবং তার মাধ্যমে আগামী প্রজন্মের কাছে আমাদের সংগ্রামের এই ইতিহাসগুলো এবং সুবিচারের দাবী তুলে ধরতে পারি।
আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ।
Photos: link