আইসিএসএফ (ICSF – International Crimes Strategy Forum) এর পক্ষ থেকে আগামী ১০ ডিসেম্বর ২০১৬ তারিখ ঢাকায় (সিরডাপ মিলনায়তনে) একটি উম্মুক্ত আলোচনার আয়োজন করা হয়েছে। “রাষ্ট্রীয় আইনে আন্তর্জাতিক অপরাধ বিচারের মডেল: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (বাংলাদেশ) এর সংগ্রাম, অর্জন ও ভবিষ্যত”–শীর্ষক এই আলোচনার উদ্দেশ্য হল: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (বাংলাদেশ) এর সার্বিক মূল্যায়ন এবং ঐতিহাসিক এই বিচার প্রক্রিয়ার প্রধান অর্জনগুলো চিহ্নিত করা; পুরো বিচার প্রক্রিয়াটি যে সব প্রতিবন্ধকতা পার হয়ে এ পর্যায়ে এসেছে সে বিষয়ে সচেতনতা সৃষ্টি করা; এবং বিচার প্রক্রিয়ার বিরুদ্ধে আসামীপক্ষের নেতিবাচক প্রচারণা এবং সৃষ্ট বিভ্রান্তিগুলোর প্রত্যুত্তর দেয়া। চলমান এই বিচার প্রক্রিয়াকে আরও এগিয়ে নেয়া এবং এর অর্জনকে আরও শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠার উদ্দেশ্যে – সকলের মতামতের ভিত্তিতে – ভবিষ্যতের সম্ভাব্য দিকনির্দেশনা নিরূপনও এই আলোচনার লক্ষ্য।

এই আলোচনা সভাটির একটি বিশেষ দিক হচ্ছে – ঢাকার মূল সভাকক্ষে উপস্থিত আলোচকবৃন্দ ছাড়াও এই মতবিনিময়ে পৃথিবীর বিভিন্ন শহর থেকে বিচার প্রক্রিয়ার পক্ষে সক্রিয় শতাধিক কর্মী এবং বিশেষজ্ঞবৃন্দও অনলাইনে সরাসরি অংশগ্রহণ করবেন বিশেষ ভিডিও কনফরেন্সিং প্রযুক্তির সহায়তায়। এছাড়াও, অনলাইনে এবং সভাকক্ষের বিশেষ আমন্ত্রিতদের বাইরে – আরও বৃহত্তর জনগোষ্ঠীর অবগতি ও অংশগ্রহণের সুবিধার্থে সভার কার্যক্রম অনলাইনেও উম্মুক্ত ও সরাসরিভাবে সম্প্রচার করা হবে লাইভস্ট্রিমিং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে।

১৯৭১ এর এই ঐতিহাসিক বিচার প্রক্রিয়াটি আমাদের সকলের বহু দশকের আন্দোলন ও ত্যাগের ফসল। এই প্রক্রিয়াটিকে আরও এগিয়ে নিতে, একে প্রাপ্য মহিমার অবস্হানে নিয়ে যেতে, এই প্রক্রিয়ার ফলাফলকে ন্যায়বিচারের ইতিহাসে যথাযথ মর্যাদার অবস্থানে অধিষ্ঠিত করতে আমাদের সবাইকে এখনও বেশ অনেকটা পথ পাড়ি দিতে হবে। আপনার মতামত জরুরী ও মূল্যবান, কারণ আপনি জানেন এই বিচার প্রক্রিয়াটি হল ১৯৭১ এর ভিকটিমদের একমাত্র আশা ও ভরসার জায়গা। আপনার মতামত জরুরী ও মূল্যবান, কারণ আমরা মনে করি ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো মোকাবিলার এখনো অসমাপ্ত সেই সংগ্রামে আপনিও সামিল হবেন আমাদের সম্মিলিত এই পদযাত্রার একজন হিসেবে।

এই আলোচনাটিকে অনুসরণ করতে, এতে প্রশ্ন ও মতামত পাঠিয়ে অংশগ্রহণ করতে নজর রাখুন ফেসবুক ও টুইটারের এই হ্যাশট্যাগে:

#icsf4ict

নজর রাখুন এই ফেসবুক ইভেন্ট পাতাটিতেও।

আইসিএসএফ (ICSF) হল বিশেষজ্ঞ, সক্রিয় কর্মী, এবং বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত একটি স্বাধীন আন্তর্জাতিক নেটওয়ার্ক, যা আন্তর্জাতিক অপরাধের বিচারহীনতা নিরসন, ভিকটিমদের সুষ্ঠ বিচার নিশ্চিতকরণ, আইনের শাসন প্রতিষ্ঠা, ও মানবাধিকার সমুন্নত রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছে গত অর্ধ-যুগেরও বেশী সময় ধরে।