International Crimes Strategy Forum (ICSF) along with a number of UK based Bangladeshi progressive, pro-liberation, secular organisations gathered in front of Al-Jazeera’s London office to protest the news agency’s biased coverage of the trial of the international crimes in Bangladesh, distortion of national history, and total lack of sensitivity towards the victims of 1971 genocide.
It has been noted that Al-Jazeera has persistently distorted national history and presented biased views since the justice process in Bangladesh International Crimes Tribunal (ICT) has commenced. The protesters demanded accountability, journalistic objectivity, neutrality and conscientiousness from the news agency in covering issues that are sensitive to the victims, such as, the trial of the perpetrators and the factual details pertaining to the history of 1971.
The organisations that took part in the protest are: Ekatturer Ghadak Dalal Nirmul Committee, Projonmo 71, Rising Path for War Heroine, Saudha, Campaign for Protection of Religious Minorities in Bangladesh (CPRM), Bangladesh Community Church, Nari Chetona, British Bangladesh Women’s Organisation, Dockland Theatre and Performing Arts, Communist Party of Bangladesh (CPB), Bangladesh Jubo Union, Awami Ainjibi Parishad, London City Jubo League, UK Mohila Awami League, JSD, ICT Support Forum, UK Awami League.
-> PDF download link 20141114-aj protest – en
-> PDF download link 20141114-aj protest-bn
-> Photos: link
—–(Bengali version)—-
কাতার ভিত্তিক সংবাদ চ্যানেল আল-জাজিরা কর্তৃক লাগাতারভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, এবং চলমান মানবতাবিরোধী অপরাধের বিচারের উপর একপেশে এবং ক্ষেত্র বিশেষে বিভ্রান্তিকর সংবাদ এবং আলোচনা পরিবেশন, এবং এর মাধ্যমে সংবাদ মাধ্যমটির ১৯৭১ এর ঘৃণ্য যুদ্ধাপরাধীদের পক্ষে বিশ্ব জনমত গঠনের অপচেষ্টার সংস্থাটির লন্ডন কার্যালয়ের সামনে এক শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে আইসিএসএফ (ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্র্যাটেজি ফোরাম)। এই প্রতিবাদ কর্মসূচীতে যুক্তরাজ্যভিত্তিক স্বাধীনতার স্বপক্ষের বিভিন্ন সেকুলার প্রগতিশীল সংগঠন এবং ব্যক্তিবর্গ অংশগ্রহণের মাধ্যমে সক্রিয় সংহতি প্রকাশ করেন।
প্রতিবাদ সমাবেশ থেকে আল-জাজিরার মিথ্যাচার, দায়িত্বজ্ঞানহীন এবং পক্ষপাতমূলক সংবাদ পরিবেশনের নিন্দা জানানো হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের উপর ভবিষ্যতে সঠিক খবর সঠিক দৃষ্টিভঙ্গিতে পরিবেশনের জন্য সংস্থাটির কাছ থেকে বস্তুনিষ্ঠ এবং দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানানো হয়।
এই প্রতিবাদ কর্মসূচীতে অংশ নেয়া সংগঠনগুলো হল – ঘাতক দালাল নির্মূল কমিটি, প্রজন্ম ৭১, সৌধ, রাইজিং পাথ ফর ওয়ার হিরোইন, ক্যাম্পেইন ফর প্রোটেকশন অব রিলিজিয়াস মাইনরিটিজ ইন বাংলাদেশ (সিপিআরএম),বাংলাদেশ কমিউনিটি চার্চ, নারী চেতনা, ব্রিটিশ বাংলাদেশী উইমেন্স অরগানাইজেশন, ডকল্যান্ড থিয়েটার এন্ড পারফর্মিং আর্টস, জাসদ, আইসিটি সাপোর্ট ফোরাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ যুব ইউনিয়ন, আওয়ামী আইনজীবি পরিষদ, লন্ডন মহানগর যুবলীগ, যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগ, যুক্তরাজ্য আওয়ামী লীগ।