এই পর্বে আলোচনা করা হয়েছে ‘ড. অভিজিৎ রায় হত্যাকান্ড, মুক্তচিন্তা, ও বাংলা ব্লগ’ বিষয়ে। ২০১৫ সালের ২৬শে ফেব্রুয়ারি খ্যাতনামা বিজ্ঞান লেখক, মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা এবং আইসিএসএফ-এর সদস্য ড. অভিজিৎ রায়কে নৃশংসভাবে হত্যা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে। একই ঘটনাতে গুরুতর আহত হন তাঁর স্ত্রী বন্যা আহমেদ। এই হত্যাকান্ড বাংলাদেশের প্রগতিশীল মুক্তচিন্তার চর্চাকারীদের উপর ধারাবাহিক আক্রমনের একটি অংশ এবং এটি এদেশের মুক্তচিন্তার উপর আঘাত। এই হত্যাকান্ডের পরিপ্রেক্ষিতে দেশের মুক্তি বুদ্ধির চর্চা এবং ব্লগ আন্দোলনের বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার জন্য আইসিএসএফ আয়োজন করে প্রজন্ম সংলাপের তৃতীয় পর্ব। এই পর্বের আলোচক ওমর শেহাব আইসিএসএফের একজন সদস্য। ড. অভিজিৎ রায়ের সাথে তার ব্যক্তিগত পরিচিতি ছিল। তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণা করছেন। এই পর্বটি ভিডিওধারণ করা হয়েছে ২৯ মার্চ ২০১৫।
সঞ্চালনার দায়িত্বে ছিলেন ড. বিদিত লাল দে, প্রভাষক, ব্রুনেল বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য সদস্য, আইসিএসএফ।
ভিডিও সম্পাদনা করেছেন মোঃ শরিফুল ইসলাম (শান্ত)
গ্রাফিক্স এবং এনিমেশনঃ স্যাম
সূচনা ক্লিপের আবহ সঙ্গীত কম্পোজিশন ‘Dark Justice’ (by Grégoire Lourme)
সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনা
ড. আহমেদ জিয়াউদ্দিন, ড. রায়হান রশিদ
প্রযোজনা
ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্র্যাটেজি ফোরাম (আই সি এস এফ) www.icsforum.org
সহযোগী সংগঠন
আমার ব্লগ, আমরা বন্ধু ব্লগ, বাংলাদেশ সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ, বাতায়ন ফাউন্ডেশন, ক্যাডেট কলেজ ব্লগ, ই-বাংলাদেশ, জেনোসাইড আর্কাইভ, হইচই রেডিও, মুক্তাঙ্গন ব্লগ, মুক্তমনা ব্লগ, নাগরিকব্লগ, সচলায়তন
‘প্রজন্ম সংলাপ’ এর বাকি পর্বগুলো দেখতে হলে এই লিন্কে ক্লিক করুন।