এই পর্বে আলোচনার বিষয়বস্তু – “সজীব ওয়াজেদ এবং মুহম্মদ জাফর ইকবালের বক্তব্য: প্রজন্মের প্রত্যাশা”। পর্বটি ভিডিওধারণ করা হয়েছে ২২ মে ২০১৫।

সম্প্রতি রয়টার্স এর একটি প্রতিবেদনে বাংলাদেশে ব্লগার হত্যা প্রসঙ্গে সজীব ওয়াজেদ জয় এর বক্তব্যের প্রেক্ষিতে বেশ কিছু বিতর্কের সূত্রপাত হয়েছে। ড. মুহম্মদ জাফর ইকবাল সে বক্তব্যের মাধ্যমে উঠে আসা সরকারের ভূমিকাকে সমালোচনা করেছেন (লিন্ক-১, লিন্ক-২)। ওদিকে সিলেট শহরের স্থানীয় এক আওয়ামী লীগ সাংসদ মাহমুদুদ সামাদ কয়েস এ ঘটনার আগে ও পরে ড. জাফর ইকবালের বিরুদ্ধে আপত্তিকর এবং অসৌজন্যমূলক বক্তব্য রেখেছেন এবং রাজনৈতিক কর্মসূচী আয়োজন করেছেন, যা সারাদেশব্যাপী প্রবলভাবে নিন্দিত হয়েছে (লিন্ক-১, লিন্ক-২, লিন্ক-৩)। এই বিষয়গুলোর বিভিন্ন দিক নিয়েই ‘প্রজন্ম সংলাপ’ এর এই (চতুর্থ) পর্ব।

এই পর্বের আলোচক ড. নওরীন তামান্না, যিনি যুক্তরাজ্যের রেডিং বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে  প্রভাষক হিসেবে শিক্ষকতায় নিয়োজিত আছেন। তিনি আইসিএসএফ এরও একজন সদস্য, আলোচনায় অংশগ্রহণ করেছেন অক্সফোর্ড থেকে। এই আলোচনাটি সঞ্চালনা করেছেন আইসিএসএফ সদস্য ড. বিদিত লাল দে, যিনি যুক্তরাজ্যের ব্রুনেল বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে শিক্ষকতায় নিয়োজিত, আলোচনায় অংশগ্রহণ করেছেন লন্ডন থেকে।

ভিডিওটি সম্পাদনা করেছেন – মোঃ শরিফুল ইসলাম (শান্ত)
গ্রাফিক্স এবং এনিমেশন – স্যাম
সূচনা ক্লিপের আবহ সঙ্গীত কম্পোজিশন – ‘Dark Justice’ (by Grégoire Lourme)
সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনা – রানা মেহের, ড. রায়হান রশিদ

প্রযোজনা – ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্র্যাটেজি ফোরাম (আই সি এস এফ) www.icsforum.org

আইসিএসএফ এর সহযোগী এবং অংশীদার সংগঠনসমূহ –
আমার ব্লগ, আমরা বন্ধু ব্লগ, বাংলাদেশ সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ, বাতায়ন ফাউন্ডেশন, ক্যাডেট কলেজ ব্লগ, ই-বাংলাদেশ, জেনোসাইড আর্কাইভ, হইচই রেডিও, মুক্তাঙ্গন ব্লগ, মুক্তমনা ব্লগ, নাগরিকব্লগ, সচলায়তন।

প্রাসঙ্গিক অন্যান্য লিন্ক:
– ব্লগারদের নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ সরকারের প্রতি পেন-ইন্টারন্যাশনাল এর মাধ্যমে ১৫০ লেখকের আহ্বান

‘প্রজন্ম সংলাপ’ এর বাকি পর্বগুলো দেখতে হলে এই লিন্কে ক্লিক করুন।